সীমান্তে ভারত-চীনের চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই লিপুলেখ এলাকায় নেপাল সেনা মোতায়েন করেছে। ভারত, চীন ও নেপালের মধ্যে ত্রি-সংযোগ এলাকায় লিপুলেখের অবস্থান। এটি উত্তরাখণ্ডের কালাপানি উপত্যকার উপরের অংশে অবস্থিত। সম্প্রতি নেপালের কেপি শর্মা ওলি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেপাল আর্মড পুলিশ ফোর্সের (এনএপিএফ) কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।
লিপুলেখ এলাকায় নেপাল সেনা মোতায়েন করেছে
